আগৈলঝাড়ায় যৌণ হয়রানী বিরোধী মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ “যৌণ হয়রানী একটি সামাজিক অপরাধ। আমরা যৌণ হয়রানীর বিরুদ্ধে সোচ্চার, আপনারাও এর বিরুদ্ধে সোচ্চার হউন।” শ্লোগানকে সামনে রেখে রবিবার সকালে বরিশালের আগৈলঝাড়ায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে যৌণ হয়রানী বিরোধী মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী সূর্য্য’র আয়োজনে রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিসিহ স্থানীয় জনগনের অংশগ্রহনে সকাল ১০ টায় আগৈলঝাড়া-মাগুরা সড়কের রাজিহারস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি রিপন হাওলাদার, সাধারণ সম্পাদক রাজীব খান, ক্রীড়া সম্পাদক সাদ্দাম সরদার, উপদেষ্টা মন্ডলীর সদস্য সবুজ সরকার, মনির হাওলাদার, বিশ্বজিত বিশ্বাস, রাজিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ লাল বিশ্বাস, শিক্ষক বাবুল হাওলাদার, অনিল হালদার, রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রতন বক্শী, দিলীপ হালদার, সবিতা রানী দে, রীনা বেগম, শিল্পী রানী দাস, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম রতন, ইউপি সদস্য লিটন হাওলাদার প্রমুখ।