চালককে নদীতে ফেলে মিশুক ছিনতাই ॥ ১জন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী॥ বরিশাল-ঢাকা মহাসড়কের মেজর জলিল সেতুর (শিকারপুর) ওপর থেকে বৃহস্পতিবার গভীর রাতে অভিনব কায়দায় যাত্রীবেশী ছিনতাইকারীরা মিশুক চালককে নদীতে ফেলে দিয়ে মিশুক ছিনতাই করেছে। পুলিশ এ ঘটনায় গতকাল শুক্রবার ভোররাতে আড়িয়াল খাঁ ফেরীঘাট এলাকা থেকে ছিনতাইকৃত মিশুকসহ সুমন নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের মিশুক চালক মোঃ হারুন খান জানান, শিকারপুর মুন্সীবাড়ির ভাড়াটিয়া সুমন বরিশাল শহরে বন্ধুর বিয়েতে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার বিকলে তার মিশুক ভাড়া করে। সুমনের দু’সহযোগীকে নিয়ে বিকেল থেকে রাত এগারোটা পর্যন্ত বরিশাল শহরের বিভিন্ন এলাকা ঘোরাফেরা করা হয়। রাত বারোটার দিকে বাড়ি ফেরার পথে শিকারপুর এলাকার মেজর জলিল সেতুর ওপর আসলে মিশুক চালক হারুনকে মিশুক থামাতে বলে। এসময় কথা বলার ছলে কৌশলে মিশুক চালক হারুনকে সেতুর ওপর দিয়ে নদীতে ফেলে দিয়ে সুমন ও তার সহযোগীরা মিশুক নিয়ে পালিয়ে যায়। হারুন নদী থেকে সাতরিয়ে পাড়ে উঠে বিষয়টি স্থানীয় টহল পুলিশকে জানায়। টহল পুলিশ গৌরনদী হাইওয়ে থানা পুলিশের সহায়তায় শরিয়তপুর থানা পুলিশের মাধ্যমে শুক্রবার ভোররাতে আড়িয়াল খাঁ ফেরিঘাট এলাকা থেকে ছিনতাইকৃত মিশুকসহ ছিনতাইকারী সুমনকে আটক করে। এসময় সুমনের অপর দু’সহযোগী পালিয়ে যায়। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শরিয়তপুর থানা এলাকায় ছিনতাইকৃত মিশুকসহ ছিনতাইকারী আটক হওয়ায় ওই থানায়ই আইনগত ব্যবস্থা নেয়া হবে।