কুরবানী

-কাজী নিজাম উদ্দিন আহমেদ
আল্লাহ তায়লার সেই বানী,
কুরবানী দাও-কুরবানী।
ভালবাসার নিদর্শন,
করতে হবে প্রদর্শন।
ইব্রাহিমের কেমন মন,
দিতে হবে শ্রেষ্ঠ ধন।
দেখালেন সেই স্বপন,
দিতে হবে শ্রেষ্ঠ ধন।
দুম্বা-উট দিলেন দান,
হলো নাকো সেই প্রমান।
সবার প্রিয় শ্রেষ্ঠ ধন,
দিতে হবে সেই প্রমান।
ইব্রাহিমের জানের জান,
ইসমাইল নিজ সন্তান।
দিতে গেলেন কুরবান,
চক্ষু বেঁধে দেন কুরবান।
চক্ষু খুলে দেখেন তিনি,
দুম্বা দিলেন কুরবানি।
আল্লাহ তায়লার সেইবানী,
কুরবানী দাও-কুরবানী।

-কবি: উপজেলা হিসাব রক্ষন
অফিসার (অবঃ), মংলা।