সিসিসি নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে : আশরাফ

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলন স্থলে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।
এখানে জনগণ বাধাহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি বলেন, আপনারা জানেন স্থানীয় সরকার নির্বাচন দলীয় ব্যানারে হয় না। আমরা চেয়েছিলাম নির্বাচন কমিশন যেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়। আমরা কোন প্রকার বাধা দেইনি বা দেয়ার চেষ্টাও করিনি। নবনির্বাচিত মেয়র মনজুর আলম মনজুকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সরকার চট্টগ্রামের উন্নয়নে বদ্ধপরিকর। সরকারের জনপ্রিয়তা কমেছে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখানে দলীয় কোন নির্বাচন হয়নি। ধানের শীষ বা নৌকা নিয়ে কেউ নির্বাচন করেনি। চট্টগামের মানুষ যাকে রায় দিয়েছে তিনিই নির্বাচিত হয়েছেন। মন্ত্রী বলেন, শক্তিশালি একটি নির্বাচন কমিশনের পক্ষে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। ভোলা চট্টগ্রামের নির্বাচন তারই বড় প্রমাণ।