বরিশাল-১ আসনে জাতীয় পার্টি থেকে অরাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেয়ায় প্রতিবাদ সভা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-১ আসনের অরাজনৈতিক ব্যক্তিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে শুক্রবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ সিরাজুল হক মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মহাসিনউল ইসলাম হাবুল। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট মোঃ ইউনুস বেপারী। বক্তব্য রাখেন  সাধারণ সম্পাদক এম.কে দেলোয়ার রনি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আগৈলঝাড়া উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি কে.এম শামচুর রহমান, সাধারণ সম্পাদক সরদার হারুন রানা, দপ্তর সম্পাদক আলতাফ মোল্লা, গৈলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুস সাত্তার ফকির, উপজেলা যুবসংহতির সভাপতি মশিউর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক শ্যামল দাস, সাংগঠনিক সম্পাদক রিপন বিশ্বাস প্রমুখ।

বক্তারা প্রয়াত সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের অরাজনৈতিক পুত্র সমীর গুপ্তকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।