আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৌরনদীর পাঁচজন ছাত্রদল নেতাকে সাতদিনের শাস্তি

নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলা ছাত্রদলের পাঁচ নেতাকে সাতদিনের জন্য শাস্তি প্রদান করেছে দলের সিনিয়র নেতারা। শনিবার বিকেলে গৌরনদী উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে এক সমাধান বৈঠক শেষে এ রায় ঘোষনা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদল নেতা জসিম উদ্দিন শরীফ ও কাজী সোহাগ এবং তাদের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে শনিবার দলের সিনিয়র নেতাদের সমন্ময়ে সমাধান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে দোষী সাব্যস্ত হওয়ায় গৌরনদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া উপজেলা ছাত্রদলের পাঁচ নেতাকে আগামী সাত দিনের জন্য দলের সকল কর্মসূচীতে অংশগ্রহন থেকে বিরত থাকার রায় ঘোষনা করেন। সাত দিনের শাস্তি প্রাপ্ত ছাত্রদল নেতারা হলো-উপজেলা ছাত্রদল নেতা মোঃ জসিম উদ্দিন শরীফ, মিজানুর রহমান মিজান, আসিফ ইকবাল, মোঃ আমানত ও আব্দুল হালিম।