বরিশাল আদালতে ভাবির প্রক্সি দিয়ে জামিন নিতে এসে ধরা পড়েছে কিশোরী ননদ রুবিনা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে মারধর করাসহ হত্যার হুমকির মামলার আসামি ভাবির পরিবর্তে আদালতে হাজির হয়ে জামিন চাইতে গিয়ে ধরা পড়েছে কিশোরী ননদ রুবিনা। পরে ভাবিকে আদালতে হাজির করার মুচলেকায় ননদ কিশোরীকে ছেড়ে দেয়া হয়। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বরিশাল অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে।

আদালত সূত্রে জানা গেছে, প্রক্সি দিতে এসে ধরা পড়া কিশোরী নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড সাবান ফ্যাক্টরী এলাকার গনি মুন্সীর কন্যা রুবিনা আক্তার (১৫)। সে তার ভাই রুবেল মুন্সীর স্ত্রী (মামলার আসামি) খুকুমনির পরিবর্তে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। গত ১৬ অক্টোবর প্রতিবেশী মোঃ বাদশা মিয়ার কন্যা রুমা আক্তার মহানগরীর কাউনিয়া থানায় খুকুমনিসহ পাঁচজনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় অসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে হামলা করে আহত করা ও হত্যার ভয় দেখিয়ে চুরি করার অভিযোগ আনা হয়। বুধবার মামলার আসামি হিসেবে জামিন নেয়ার জন্য আদালতে হাজির হয় খুকুর স্বামী রুবেল, ভাসুর কালাম, শ্বশুর গনি ও খুকুর পরিবর্তে তার ননদ রুবিনা। বাদী পক্ষের আইনজীবির অভিযোগের প্রেক্ষিতে এসময় ভাবীর প্রক্সি দিতে আসা রুবিনা ধরা পরে। তখন হাকিম মোঃ জাহিদুল কবির আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করা স্বামী রুবেল, ভাসুর কালাম ও শ্বশুর গনিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে মামলার অপর আসামি খুকুমনিকে আদালতে হাজির করার জন্য মুচলেকা রেখে একঘন্টা পর রুবিনাকে মুক্তি দিয়েছেন।