ঝালকাঠীতে ৩ জেলার প্রতিনিধি সভায় বক্তারা – আমার দেশ প্রতিনিধিরা সত্য প্রকাশে ভীত নয়

ঝালকাঠী সংবাদদাতা ॥ স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষায় আমার দেশ যে সাহসী ভুমিকা পালন করছে তা অব্যাহত রাখতে এ পরিবারের সকলেই ঐক্যবদ্ধ। দেশ ও জাতির স্বার্থে সাহসী কলম সৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের আদর্শে অনুপ্রানিত সংবাদকর্মিরা সত্য প্রকাশে কারো রক্ত চক্ষুর ভয়ে ভীত নয়। গতকাল শুক্রবার ঝালকাঠীতে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে আমার দেশ’র প্রতিনিধিদের এক মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, মহাজোটের নামে ক্ষমতাসীন আ’লীগ যখনই ক্ষমতায় আসে তখনই গণ মাধ্যমের উপর নেমে আসে খড়গ। আমার দেশ সম্পাদকের নামে অসংখ্য মিথ্যা ও হয়রানীমুলক মামলা দয়ের এবং কারাগারে নিয়ে অমানসিক নির্যাতন ছাড়াও পত্রিকা প্রকাশনায় বিঘœতা সৃষ্ঠির লক্ষ্যে নানা ধরনের জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে। কিন্তু নির্ভিক সাংবাদিকদের লেখনিতে দেশ জুড়ে চলমান নানান দূনীতি অনিয়ম ও নির্যাতনের সত্য খবর উঠে আসায় আমার দেশ দিন দিন আরো পাঠক প্রিয় হয়ে উঠছে।

দৈনিক আমার দেশ বরিশাল ব্যুরো প্রধান জি.এম.বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠী জেলা উপজেলা প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। আমার দেশ’র উপদেষ্ঠা সম্পাদক দেশ বরেন্য সাংবাদিক প্রয়াত আতাউস সামাদের রুহের মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দৈনিক আমার দেশ বরিশাল অফিসের স্টাফ রিপোর্র্টার নিকুঞ্জ বালা পলাশ, পিরোজপুর জেলা প্রতিনিধি মো: এ্যাড রেজাউল ইসলাম শামিম, ঝালকাঠী প্রতিনিধি শফিউল আযম টুটুল প্রমুখ। সভায় বিভিন্ন উপজেলা প্রতিনিধিরা আমার দেশ’র অগ্রযাত্রায় বিভিন্ন সুপারিশ করে বক্তৃতা করেন।