নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী সরকারি মডেল প্রাইমারি স্কুলের প্রথম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
ধর্ষিতা, তার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পিঙ্গলাকাঠী গ্রামের রায় বাড়ির ভাড়াটিয়া বাসিন্দার ৭ বছরের শিশু কন্যাকে বুধবার বিকেলে নির্জন ভবনে বসে জোড়পূর্বক ধর্ষন করে একই ভবনের অপর ভাড়াটিয়া জালাল খলিফা (৪৫) নামের এক লম্পট। এসময় স্কুল ছাত্রীর ডাক চিৎকারে পাশ্ববর্তী বাড়ির লোকজনে এগিয়ে এসে আপত্তিকর অবস্থায় ধর্ষক জালাল খলিফাকে আটক করে গণধোলাই দেয়। একপর্যায়ে কৌশলে ধর্ষক জালাল পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ধর্ষকের প্রভাবশালী আত্মীয়-স্বজনেরা কথিত সালিশ বৈঠকের আয়োজন করে। খবর পেয়ে ওইদিন রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলে সালিশ বৈঠকের আয়োজকরা পিছু হটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর পরই ধর্ষক জালাল খলিফা এলাকা ছেড়ে আত্মগোপন করে। গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ধর্ষিতার মামা গোপাল সাহা বাদি হয়ে গৌরনদী থানায় ধর্ষন মামলা দায়ের করেছেন।