গৌরনদীর গোরক্ষডোবা গ্রামে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ৫ নারী জখম

নিজস্ব সংবাদদাতা ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার গোরক্ষডোবা গ্রামে গতকাল বিকেলে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী জখম হয়েছে। গুরুতর আহতদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার কটকস্থল গ্রামের গিয়াস উদ্দিন চকিদারের সাথে গোরক্ষডোবা গ্রামের কালাম মাঝির সাথে দীর্ঘ দিন যাবত জমাজমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল বিকেল ৪ টার দিকে বিরোধপূর্ন জমিতে গিয়াসের লোকজন ধুনিয়াপাতা তুলতে যায়। এ সময় কালাম বাঁধা দেয়। বাকবিতান্ডার একপর্যায়ে কালাম তার লোকজন নিয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে মারাতœক ভাবে জখম করে গিয়াসের স্ত্রী রওশন আরা বেবী, শ্বাশুড়ি জাহানারা বেগম, বোন মাহিনুর বেগম, নাজমা বেগম ও লিপি আক্তারকে। এ সময় হামলাকারীরা আহতদের ব্যবহৃত স্বর্নলংকার লুট করে নিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় জাহানারা বেগমকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও অণ্যান্যদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গিয়াস উদ্দিন চকিদার বাদি হয়ে ৫ জনের নামসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করেছে।