বরিশালে বোরকা পড়ে প্রেমিকার কক্ষে প্রবেশ করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আটক

নিজস্ব সংবাদদাতা ॥ প্রেমিকার সাথে দেখা করার জন্য শুক্রবার রাতে বোরকা পড়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ইন্টার্নী নারী চিকিৎসকদের আবাসিক হলে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমিত হামজা সাজ্জাদ। পরে তাকে পুলিশের কাছে সোর্পদ করা হয়। গতকাল শনিবার দুপুরে আটক ছাত্রের অভিভাবকেরা মুচলেকা দিয়ে আটক ছাত্রকে ছাড়িয়ে নিয়েছেন। এ নিয়ে পুরো নগরী জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কোতয়ালী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশুতোষ সরকার জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজবাড়ী পাংশা গ্রামের কেএম উদ্দিনের পুত্র সাজ্জাদ বোরকা পড়ে আবাসিক হলের চতুর্থ তলায় ছাত্রের প্রেমিকা তাসনিম মিতুর সাথে দেখা করতে যায়। মিতু শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ তম ব্যাচের ছাত্রী। এসময় সাজ্জাদের সন্দেহ মূলক আচারনে হলের কর্তব্যরত কর্মচারীদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে বোরকা খুলে দেখা যায় সে ছেলে। বিষয়টি হল কর্তৃপক্ষকে জানানোর পর সাজ্জাদকে পুলিশের কাছে সোর্পদ করা হয়। আটক সাজ্জাদ সাংবাদিকদের জানান, তার প্রেমিকা ইন্টার্নী চিকিৎসক মিতুর সাথে দেখা করার জন্য সে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বোরকা পড়ে ছাত্রী নিবাসে প্রবেশ করে। সাজ্জাদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের ছাত্র। শুক্রবার সন্ধ্যায় সে চট্টগ্রাম থেকে বরিশালে আসে। কোতয়ালী থানার ওসি শাহিদুজ্জামান জানান, সাজ্জাদের অভিভাবকেরা গতকাল শনিবার দুপুরে থানায় হাজির হয়ে মুচলেকা দিয়ে সাজ্জাদকে ছাড়িয়ে নিয়েছে।