ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রার নসিমন উল্টে ১০ জন আহত

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলার ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রার নসিমন উল্টে গতকাল রবিবার দুপুরে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলার টরকী বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী সোলায়মান হাওলাদার জানান, গতকাল রবিবার রাতে ব্রাজিলের খেলাকে সামনে রেখে ওইদিন সকালে তারা পাঁচ শতাধিক ব্রাজিল সমর্থকদের নিয়ে একটি শোভাযাত্রা বের করেন। মোটরসাইকেল ও নসিমনযোগে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা বাসষ্ট্যান্ড থেকে শোভাযাত্রা বের করে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়। ওইদিন দুপুর একটার দিকে শোভাযাত্রাটি গৌরনদী বন্দরে যাওয়ার পথিমধ্যে বালুরমাঠ নামকস্থানে পৌঁছলে শোভাযাত্রার একটি নসিমন নিয়ন্ত্রন হারিয়ে ১০ জন ব্রাজিল সমর্থকদের নিয়ে সড়কের পার্শ্ববর্তী খাঁদে উল্টে পরে। এতে সমর্থক আলী হাওলাদার, নান্টু সরদার, রহিম তালুকদার, রাজিব তালুকদার, মিঠুর মিয়া, নয়ন বনিক, জামাল হোসেন, জুয়েল আহম্মেদ, রতন দে, হুমায়ুন মিয়া আহত হয়। গুরুতর আহত জামাল, জুয়েল ও রতনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।