ভূরঘাটা বাসষ্ট্যান্ডে ও বরিশাল নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২ ॥ আহত-১

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসষ্ট্যান্ডে গতকাল রবিবার সকালে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক আব্দুর রব সিকদার (৪৫) নিহত ও ব্যবসায়ী আব্দুল আলী বিশ্বাস গুরুতর আহত হয়েছেন। একইদিন সকালে নগরীর ব্রাক অফিসের সম্মুখে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইমরান (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত ইমরান বরিশাল নগরীর বান্দ রোড এলাকার ইউনুস মিয়ার পুত্র। সে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র।

জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার গোয়াইল গ্রামের সবজি চারা বিক্রেতা আব্দুল আলী বিশ্বাস  প্রতিবেশী ভ্যানচালক আব্দুর রব সিকদারের ভ্যানে সবজি চারা ভর্তি করে ভোর ৫ টার দিকে ভূরঘাটা মসজিদবাড়ি বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সোয়া ৬টার দিকে ভূরঘাটা এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ট্রাকের ধাক্কায় ভ্যান চালক আব্দুর রব সিকদার (৪৫) নিহত ও আব্দুল আলী বিশ্বাস (৫২) গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় আব্দুল আলী বিশ্বাসকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইদিন সকালে মহাসড়কের ব্র্যাক অফিসের সম্মুখে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইমরান নামের স্কুল এক স্কুল ছাত্র নিহত হয়। ইমরানের পিতা ইউনুস মিয়া জানান, তার পুত্র ইমরান উজিরপুর উপজেলার গুঠিয়ায় এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।