বরিশালের ৪০ জন মৃৎ শিল্পীকে সম্মাননা ক্রেস্ট প্রদান

নিজস্ব সংবাদদাতা ॥ অভিজ্ঞতা সম্পন্ন বরিশালের ৪০ জন মৃৎ শিল্পীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে মৃৎ শিল্পীদের সম্মাননা উদ্যোগ নামের একটি সংগঠনের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হলে মৃৎ শিল্পীদের সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ৪০ জন মৃৎ শিল্পীদের মধ্যে অধিক দক্ষতা সম্পন্ন ১০ জন শিল্পীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ ১ হাজার টাকা এবং বাকি শিল্পীর প্রত্যেককে নগদ ১ হাজার ও শিল্পীর ব্যবহৃত সরঞ্জামাদি প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস মৃৎ শিল্পীদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সরঞ্জামাদি তুলে দেন। উদ্যোক্তা সুশান্ত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্ট, সমাজ সেবক রাখাল চন্দ্র দে, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক নিশান হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল প্রমুখ।