গৌরনদী ও আগৈলঝাড়ায় সাড়ে ছয় ঘন্টা বিদ্যুৎ বিহীন

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী॥ বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় গতকাল রবিবার একটানা সাড়ে ছয়ঘন্টা বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। পল্লী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু বক্কর শিবলী জানান, গতকাল রবিবার সকাল দশটার দিকে হাল্কা ঝড়ো বাতাসে মস্তফাপুর গ্রীডের ৩৩ হাজার কেভি লাইনের গৌরনদীর বড়কসবা এলাকায় গাছ পরে তার ছিঁড়ে যায়। এতে সকাল দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বিদ্যুৎ লাইন বন্ধ ছিলো। ৩৩ হাজার কেভি লাইনের বড়কসবা এলাকা থেকে গাছ সড়িয়ে পূর্ণরায় তার ঝুঁলিয়ে লাইনের সংযোগ দেয়া হয়। তিনি আরো জানান, ডি ফিটারের আওতাধীন বার্থী, কটকস্থল ও ভূরঘাটা লাইনে যান্ত্রিক ক্রুটি থাকায় এখানো বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হয়নি। একটানা সাড়ে ঘন্টা বিদ্যুৎ না থাকায় দু’উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।