বরিশালের সাবেক এডিসির বাসভবনে ডাকাতির ঘটনায় একজন গ্রেফতার ॥ লুন্ঠিত বন্দুক উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় সাবেক এডিসি মোঃ আব্দুল বারেকের বাসভবন নাদিরা ম্যানসনে ডাকাতির ঘটনায় বিমানবন্দর থানা পুলিশ আমিরুল ইসলাম আমিন নামের একজনকে সোমবার বিকেলে গ্রেফতার করেছে।

গৌরনদী উপজেলার নন্দনপট্টি এলাকায় এস.আই সাইদুল অভিযান চালিয়ে আমিরুলকে লুন্ঠিত বন্দুকসহ গ্রেফতার করেছে। গত ৯ অক্টোবর নাদিরা ম্যানশনে ডাকাত দল হানা দিয়ে একনালা বন্দুক, ৩৫ রাউন্ড গুলি, নগদ ২ লাখ টাকাসহ ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত ৭ জনকে আসামি করে বিমান বন্দর থানায় মামলা করা হয়। লুন্ঠিত মালামালের মধ্যে বন্দুক ছাড়া পুলিশ এখন পর্যন্ত আর কিছুই উদ্ধার করতে পারেনি। বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আতিকুর রহমান মিয়া জানান, ডাকাতদলের সদস্য আমিনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপুর্ণ তথ্য উদঘাটন করা হয়েছে। অন্যান্য ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।