ত্রি-ধা বিভক্তির কারনে গৌরনদী ও আগৈলঝাড়ায় পালিত হয়নি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ত্রি-ধা বিভক্তি হয়ে পরায় গতকাল রবিবার এ দু’উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী “বিক্ষোভ সমাবেশ” পালিত হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, বিগত সংসদ নির্বাচন, বরিশাল জেলা উত্তর বিএনপির কমিটি গঠন ও উপজেলা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে এ দু’উপজেলায় বিএনপি সমর্থিতরা ত্রি-ধা বিভক্ত হয়ে পরেন। যে কারনে কোন গ্রুপই দলীয় কোন কর্মসূচিতে অংশগ্রহন করছেন না। গতকাল রবিবার কেন্দ্র ঘোষিত সাংবাদিক হত্যা, নির্যাতন ও গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রনের প্রতিবাদে দেশের প্রত্যেকটি জেলা, মহানগর ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষনা দিলেও গৌরনদী ও আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল কিংবা সমাবেশের আয়োজন করা হয়নি। বিএনপি সমর্থক গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার আলী আকবর খলিফা নান্না জানান, কেন্দ্রীয় কর্মসূচি পালন না করায় তৃনমূল পর্যায়ের সাধারন নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণাঞ্চলের রাজনৈতিক সচেতন বলেখ্যাত গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় দীর্ঘদিন থেকে বিএনপির নেতা-কর্মীরা এ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন, নবম সংসদ নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ও বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমানের পক্ষে ত্রি-ধা বিভক্ত হয়ে পরেন। যার কারনে এখানে ক্রমেই বিএনপির ভীত নরেবরে হয়ে পড়েছে।