গৌরনদীতে ডিজিটাল পদ্ধতিতে ভিজিএফ’র চাল বিতরন

স্টাফ রিপোর্টার ॥ সম্পূর্ণ ডিজিটাল পরিমাপ পদ্ধতিতে বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ১ হাজার ৬’শ ৫০ জন গরীব ও দুঃস্থ পরিবারের মধ্যে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক সৈকত গুহ পিকলু ডিজিটাল পরিমাপ পদ্ধতি ব্যবহার করে এ চাল বিতরন করেন। তিনি ইউনিয়নের দরিদ্র ও হতদরিদ্রদের মাসিক ভিজিডি চাল বিতরনেও ডিজিটাল পরিমাপ পদ্ধতি ব্যবহার করে আসছেন। চাল বিতরনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা হাফেজ মোঃ নুরুল হক, ইউপি সদস্য ওয়াজেদ আলী বেপারী, আনোয়ার হোসেন, হারুন অর-রশিদ হাওলাদার, কামাল হোসেন সরদার, জালাল সরদার, জাফর মৃধা, সুলতান ফকির, চাঁনমনি দেওয়ান, শহিদ সরদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আলেয়া বেগম, রহিমা বেগম, হাসনা হেনা, ইউপি সচিব মাহতাব হোসেন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা হাসান সরদার, হাফিজ মাহমুদ প্রমুখ।