মনোনয়ন প্রত্যাশী বিএনপির তিন নেতার বরিশাল-১ আসনে নির্বাচনী ঈদ উদ্যাপন

স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী স্ব-পরিবারে ঢাকায় বসবাসকারী বিএনপির তিন নেতা এবার নিজ এলাকায় নির্বাচনী ঈদ উদ্যাপন করেছেন। তারা ঈদুল আযহার ২/১ দিন আগ থেকেই নির্বাচনী এলাকায় এসে ঈদের শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম. জহির উদ্দিন স্বপন ঈদুল আযহার আগের দিন (শুক্রবার সকালে) গৌরনদীতে এসে জনসাধারন থেকে শুরু করে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু করেন। তার গ্রামের বাড়ি গৌরনদীর সরিকলে ঈদের পরেরদিন (রবিবার) তিনি ঈদ পূর্ণমিলনীর আয়োজন করেন। ওই অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী ও সমর্থক থেকে শুরু করে গৌরনদী ও আগৈলঝাড়ার বিভিন্ন শ্রেনী ও পেশার প্রায় দশ হাজার লোক উপস্থিত ছিলেন। গত ৬ বছর পর এবারই স্বপন তার নিজ এলাকায় নির্বাচনী ঈদ উদযাপন করলেন। এছাড়া তিনি টানা চারদিন গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় করে গতকাল সোমবার বিকেলে স্বপন বরিশালে চলে যান।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল (উত্তর) জেলা বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বৃহস্পতিবার সকালে নির্বাচনী এলাকায় আসেন। দুর্গাপূজার শেষদিনে গৌরনদীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। সে তার গ্রামের বাড়ি গৌরনদীর মেদাকুলে তিনটি গরু কোরবানী দিয়েছেন। টানা চারদিন কুদ্দুস তার এলাকায় দুর্গাপূজা ও ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করে রবিবার বিকেলে ঢাকায় ফিরে যান। তবে গত ঈদুল ফিতরের তিনদিন পর কুদ্দুস তার নিজ বাড়িতে বিএনপি নেতা-কর্মীদের সাথে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান করেছিলেন।

স্ব-পরিবারে স্থায়ীভাবে ঢাকায় বসবাসকারী নবম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সোবহান  ঈদুল আযহার একদিন আগে শুক্রবার বিকেলে এলাকায় আসেন। তার গ্রামের বাড়ি আগৈলঝাড়ার বাশাইলে একটি গরু কোরবানী দিয়েই শনিবার বিকেলে সোবহান ঢাকায় চলে যান। তিনি দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে এলাকায় আসেননি। সোবহান নিজের গ্রামের লোকজনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে তড়িঘড়ি করে ঢাকায় ফিরে গেছেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা-কর্মীরা বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি এম. জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আকন কুদ্দুসুর রহমান ও ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান এবার নির্বাচনী এলাকায় নির্বাচনী ঈদ উদ্যাপন করছেন।