পৌর এলাকায় কুকুরের উৎপাত বেড়েছে – গৌরনদীতে পাগলা কুকুরের কামরে ২ প্রতিবন্ধি আহত

নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী পৌর এলাকায় কুকুরের উৎপাত আশংকা জনকহারে বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে ২ প্রতিবন্ধি কুকুরের কামড়ে আহত হয়েছে। পৌর সভায় জলাতংক রোগের ভ্যাকসিন না থাকায় বিপাকে পড়েছেন আহত ২ প্রতিবন্ধি।

জানাগেছে, গত কয়েকদিন আগে পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন পৌর এলাকার দিয়াশুর মহল¬ার বাসিন্দা রহিম খান (৪৫) নামের এক প্রতিবন্ধি ভিক্ষুক ও টিকাশার মহল¬ার প্রতিবন্ধি রহমান হাওলাদার (৬৫)। পৌরসভায় ভ্যাকসিন না পেয়ে তারা নিরাশ হন। অতপর স্থানীয়রা চাঁদা তুলে তাদের ভ্যাকসিন কিনে দেন। জানাগেছে এর আগে বহু লোকজন কুকুরের কামড়ে আহত হয়েছে। তবে স্থানীয় হাসপাতাল বা পৌর সভায় জলাতংক রোগের ভ্যাকসিন না থাকায় তাদের বাহির থেকে চড়া দামে ভ্যাকসিন কিনতে হচ্ছে। এদিকে দীর্ঘদিন যাবত গৌরনদী পৌরসভায় কুকুর নিধন কার্যক্রম বন্ধ থাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়েছে।