আগৈলঝাড়ায় ঈদের দিনে ক্লাশ নেয়া স্কুলের পরিচালককে কারন দর্শানোর নোটিশ

নিজস্ব সংবাদদাতা ॥ ঈদের দিনে ক্লাশ নেয়ায় স্কুল পরিচালনা কমিটির পরিচালককে আগামী সাত দিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সঠিক কারন দর্শাতে ব্যর্থ হলে ফৌজদারি মামলাসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। মঙ্গলবার উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নেদারল্যান্ডের এসকে ফাউন্ডেশন এন্ড ইমপালসিস এর অর্থায়নে বেসরকারী সংস্থা আলোশিখা রাজিহার এর পরিচালিত “ভোকেশনাল ট্রেনিং সেন্টার” নামের প্রতিষ্ঠানে ঈদের দিনে শিক্ষার্থীদের ক্লাস করতে বাধ্য করা হয়। শিক্ষার্থীদের বের করে দেয়ার হুমকিতে ঈদের দিনেও শিক্ষার্থীরা ক্লাশ করেছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। মঙ্গলবার উপজেলা প্রশাসনের মাসিক সভায় জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের দাবির মুখে বিভিন্ন অনিয়ম, মহিলা সংক্রান্ত অভিযোগ ও জাল-জালিয়াতির আশ্রয় নেয়া এনজিও আলোশিখা রাজিহারের পরিচালক জেমস মৃদুল হালদারকে শোকজ নোটিশ দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় সভাপতি আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম তালুকদার উল্লেখিত সিদ্ধান্তের সত্যতা স্বীকার করে বলেন, আগামি সাতদিনের মধ্যে নোটিশের সন্তোষজনক জবাব না পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। একই সভায় বক্তারা কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত এ স্কুলে ঈদের দিন ক্লাশ নেয়ায় সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাব গ্রহন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী রানী সরকার, জসিম উদ্দিন সরদার, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপির চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলা ইউপির চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন প্রমুখ। সভায় সরকারী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।