বরিশালে জাতীয় যুব দিবস ২০১২ উদ্যাপিত

নিজস্ব সংবাদদাতা ॥ “প্রশিক্ষিত যুব শক্তি বিকশিত অর্থনীতি”-শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বরিশালে উদ্যাপিত হয়েছে জাতীয় যুব দিবস। এ উপলক্ষ্যে বেলা এগারোটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আমিন।

জেলা প্রশাসক মোঃ শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন পরিসংখ্যান তুলে ধরে বলেন, তাদের দপ্তর থেকে বিভিন্ন ট্রেডে এ পর্যন্ত ১১ হাজার ৪’শ ৮৫ জন যুবক ও ৫ হাজার ৫’শ ১৪ জন যুব মহিলাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ঋণ বিতরন করা হয়েছে ২৫ হাজার ৭’শ ২৪ জনকে। এই দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ পেয়ে স্বাবলম্বী হয়েছেন ১৩ হাজার ৩০ জন যুবক ও ৮ হাজার ৮’শ ১৩ জন যুব মহিলা। শেষে যুবক ও যুব মহিলাদের মাঝে সনদ, পুরস্কার, আর্থিক অনুদান ও ঋণ বিতরণ করা হয়।