ঝালকাঠি ইসলামী ব্যাংক ডাকাতি – দম্পতি গ্রেফতার

ঝালকাঠি সংবাদদাতা ॥ ঝালকাঠিতে আলোচিত ইসলামী ব্যাংক ডাকাতির সাথে জড়িত সন্দেহে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার জিউদারী গ্রামের মোকছেদ সিকদারের ছেলে আল-আমিন সিকদার (৩৫) ওরফে কালু ও তার স্ত্রী আমেনা বেগম (৩০)। এদেরকে বৃহস্পতিবার রাতে যশোরের পালবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম জানিয়েছেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে কিছু টাকা ও মালামাল উদ্ধার করা হয়েছে। আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে পুলিশ জানান। ব্যাংক ডাকাতির সাথে জড়িত থাকতে পারে এমন সন্দেহে রতন ঢালি ও ময়না নামের অপর দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। তবে ব্যাংক ভবনের ওপর তলার ভাড়াটিয়া হামিদুর রহমান এখনও পলাতক রয়েছে।

এদিকে ব্যাংকের দুই নৈশ প্রহরী আব্দুল বারেক ব্যাপারী ও শামসুল হককে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে আব্দুল বারেককে ঘটনার পর থেকে জেল হাজতে রয়েছে। ১৭ অক্টোবর মঙ্গলবার রাতে শহরের আড়ৎদ্দারপট্টিতে ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখায় ব্যাংকের ভল্ট থেকে দৃবৃর্ত্তরা ৭৭ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় ঝালকাঠি শাখা ব্যাবস্থাপক সরোয়ার হোসাইন বাদী হয়ে ডাকাতির অভিযোগ এনে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।