বরিশাল শেবাচিমে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার সরদার হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার ॥ জীবন মৃত্যুর সন্ধিক্ষনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মহান মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার সরদার হুমায়ুন কবির (৬৫)। বৃহস্পতিবার বিকেলে ব্রেন স্টোক করে তিনি শেবাচিম হাসপাতালের আইসিউর নিউরো বিভাগে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার রাতে (সাড়ে সাতটায়) তার চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে গেছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

সরদার হুমায়ুন কবিরের ভাতিজা কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি কর্মসংস্থান বিষয়ক উপ-সম্পাদক সরদার রফিকুল ইসলাম খোকন জানান, মহান মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি, বিশিষ্ট আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সরদার হুমায়ুন কবির বৃহস্পতিবার বিকেলে নিজবাড়িতে ব্রেন স্টোক করার পর তাৎক্ষনিক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি (হুমায়ুন কবির) হাসপাতালের আইসিউর নিউরো বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের উদ্বৃতি দিয়ে তিনি আরো জানান, সরদার হুমায়ুন কবিরের অবস্থা আশংকাজনক। মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের আশু রোগ মুক্তির জন্য তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের বাসিন্দা।