আগৈলঝাড়ায় স্কুল কর্তৃপক্ষের ভুলের কারনে জেএসসি পরীক্ষায় অংশ নেয়া অনিশ্চিত

নিজস্ব সংবাদদাতা ॥ আগৈলঝাড়ার একটি স্কুলের কর্তৃপক্ষের ভুলের কারনে এক ছাত্রের জেএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

জানা গেছে, উপজেলার সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী থেকে চলতি জেএসসি পরীক্ষায় ক্যাজুয়াল ছাত্র হিসেবে রাহুতপাড়া গ্রামের পংকজ সরকারের ইংরেজী এক বিষয়ে পরীক্ষা দেয়ার কথা। গত শনিবার পংকজ স্কুলে প্রবেশপত্র নিতে এসে জানতে পারে বোর্ড থেকে তার প্রবেশ পত্র স্কুলে আসেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারে, স্কুল কর্তৃপক্ষ ভুল বসত তার ফরম পুরণ করে বোর্ডে পাঠায়নি।

এ ব্যাপারে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যতিন্দ্র নাথ মিস্ত্রী অফিস সহকারীর ভুলের কথা স্বীকার করে বলেন, ফরম পুরনের সময় তিনি দেশের বাহিরে ছিলেন। পরিক্ষার্থীর বিষয়টি তিনি বরিশাল বোর্ড চেয়ারম্যানের মানবিক দৃষ্টিতে এনে যতদুর সম্ভব পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করবেন। উল্লে¬খ্য, আগামী ৬ ও ৭ তারিখ ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।