ঝালকাঠিতে র‌্যাব অভিযানে পিস্তল ও গুলিসহ জাসাসের জেলা সম্পাদক গ্রেফতার

ঝালকাঠি সংবাদদাতা ॥ একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল জাসাসের ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক জহিরুল হক সোহেল (৩৮) ওরফে পিংরি সোহেলকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। সোহেল ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি ও সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর বীর উত্তমের ভাইগ্না হিসেবে এলাকায় পরিচিত। সে জেলার রাজাপুর উপজেলার পিংরি গ্রামের ফজলুল হক খলিফা ওরফে ফজলু মাষ্টারের ছেলে। গত শনিবার রাতে আটকের পর রোববার ভোররাত ৪টায় তাকে থানায় সোপর্দ করা হয় বলে জানান পুলিশ। রোববার বিকেলে পুলিশ তাকে আদালতে পাঠানো হলে তাকে জেল হাজতে পাঠানো হয়।

ঝালকাঠি সদর থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই আব্দুল হালিম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার গাবখানখান ব্রীজের টোল ঘরের কাছে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালায়। এ সময় মটর সাইকেলযোগে সোহেল ও অপর এক যুবক সেখানে আসলে র‌্যাব তাদের সন্দেহ হলে তাদেরকে থামায়। রুবেল নামের মটর সাইকেল চালক এ সময় পালিয়ে যায়। আর জাসাস সাধারণ সম্পাদক সোহেল পিস্তল ও গুলিসহ র‌্যাবের কাছে ধরা পড়ে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সোহেল ও পলাতক রুবেলের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করেছে।