বরিশালের একমাত্র ডিজিটাল মডেল ইউনিয়ন ‘মাহিলাড়া’

স্টাফ রিপোর্টার ॥ “আসলে বরিশালের মধ্যে একমাত্র ডিজিটাল মডেল ইউনিয়ন-ই হচ্ছে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ। এখানকার তথ্য সেবা কেন্দ্র ও গ্রাম আদালতের কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক। শিশুদের জন্য শিক্ষামূলক ব্যবস্থা, এলাকাবাসীদের বিভিন্ন তথ্য দেয়ার জন্য প্রজেক্টরের মাধ্যমে চিত্র প্রদর্শন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে পরিষদের ল্যাপটপ নিয়ে গিয়ে যোগাযোগ মাধ্যম রক্ষা করানো পরিষদের একটি মহতি উদ্যোগ। এছাড়াও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর উদ্যোগে প্রতিমাসের শেষ সপ্তাহের রবিবার পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে জনপ্রতিনিধির জবাবদিহিতামূলক অনুষ্ঠান আসলেই একটি ব্যতিক্রমধর্মী ঘটনা”।

মঙ্গলবার সকালে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র ও গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন, বরিশালের জেলা প্রসাশক মোঃ শহিদুল আলম।

ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে পরিষদের হলরুমে সকাল দশটায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান, উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা হারুন-অর রশিদ, ইউপি সদস্য কামাল হোসেন, শহীদ সরদার, জাফর মৃধা, সুলতান ফকির, মহিলা সদস্যা আলেয়া বেগম, আওয়ামীলীগ নেতা মামুন মোল্লা প্রমুখ। এরপূর্বে সোমবার সকালে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র ও গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আমিন।