ব্রাজিল ও আজেন্টিনা সমর্থক দু’রিকসা চালকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ ব্রাজিল ও আজেন্টিনা সমর্থক দু’রিকসা চালকের মধ্যে গতকাল মঙ্গলবার সকালে হামলা-পাল্টা হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুরুতর আহত দু’রিকসা চালককেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী বন্দরে।
আহত রিকসা চালক ও ব্রাজিল সমর্থক হুমায়ুন আহম্মেদ জানান, ওইদিন সকাল দশটার দিকে তাকে দেখে অপর রিকসা চালক ও আজেন্টিনা সমর্থক শাহ আলম মৃধা ব্রাজিলের গত খেলায় কাকার লাল কার্ড পাওয়া নিয়ে নানা ধরনের কটুক্তি করে। তিনি (হুমায়ুন) ওই খেলার রেফারি কর্তৃক কাকাকে অহেতুক লাল কার্ড দেয়ায় তার (রেফারির) দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে শাহ আলমের কটুক্তির প্রতিবাদ করায় শাহ আলম তার ওপর চড়াও হয়। উভয়ের মধ্যে ব্রাজিল ও আজেন্টিনা নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে শাহ আলম হুমায়ুনের ওপর হামলা চালায়। হুমায়ুনও পাল্টা হামলা চালায়। সংঘর্ষে শাহ আলম রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা উভয় রিকসা চালককে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ খবর মুহুর্তের মধ্যে উপজেলার সর্বত্র ছড়িয়ে পরলে উপজেলার ব্রাজিল ও আজেন্টিনার সমর্থক ফুটবলমোদিরা হাসপাতালে ভীড় জমিয়ে যার যার সমর্থকের চিকিৎসার দায়িত্ব নেন। বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।