উজিরপুরের চৌধুরীররহাটের লঞ্চঘাটের প্লাটুনের তলা ছিদ্র হয়ে ডুবে গেছে নদীতে

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর বরাকোঠা ইউনিয়নের চৌধুরীররহাটের লঞ্চঘাটের প্লাটুনের তলা ছিদ্র হয়ে পানি ঢুকে মঙ্গলবার মধ্যরাতে নদীর প্রায় ৬০ফুট পানির নিচে ডুবে গেছে। প্লাটুনে ঘুমিয়ে থাকা যুবক শহিদুল বেপারী নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন। এরপূর্বে প্লাটুনে ছিদ্র হওয়ার বিষয়টি সংশ্লিষ্টরা বরিশাল বিআইডব্লিউটি-এর কাছে লিখিত ভাবে জানিয়েও কোন সুফল পাননি বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্লাটুনটি উদ্ধারে এখন পর্যন্ত কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হয়নি। ফলে রাষ্ট্রীয় সম্পদটি নষ্ট হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। দু’একদিনের মধ্যে উদ্ধার তৎপরতা না চালালে পলি পরে মাটির নিচে প্লাটুনটি চাঁপা পরার আশংকা দেখা দিয়েছে।