মুজিব বাহিনীর উপ-প্রধান হুমায়ুন কবির আর নেই

নিজস্ব সংবাদদাতা ॥ মুক্তিযুদ্ধের বীর সেনানী, মুজিব বাহিনীর (বিএলএফ) উপপ্রধান, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি, বিশিষ্ট আ’লীগ নেতা সরদার হুমায়ুন কবির (৬৫) আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২ নবেম্বর রাতে মস্তিস্কে রক্তক্ষরনের কারণে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তিনি স্ত্রী, ১ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার তোফায়েল আহমেদ-এমপি, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, জনতা ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, মুক্তিযোদ্ধা সংগঠন সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ছাত্রলীগ নেতা জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেছেন।