মা ও শিশু কল্যান কেন্দ্রে হামলায় ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী মা ও শিশু কল্যান কেন্দ্রের ইনচার্জ ডাঃ আব্দুস সামাদের ওপর হামলা ও বাসভবন ভাংচুরের ঘটনায় শনিবার সকালে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্থানীয় বিভিন্নজনদের সাথে কথা বলেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও উপ-পরিচালক জানিয়েছেন। দৈনিক জনকন্ঠে গতকাল শনিবার উল্লেখিত বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট বিভাগ থেকে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ রফিকুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

জানা গেছে, সরেজমিনে বিষয়টি তদন্ত করার জন্য পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে তিনি স্থানীয় লোকদের অভিযোগ শোনেন এবং লিখিত অভিযোগ গ্রহন করেন। এসময় তার সাথে ছিলেন গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম শামছুদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঃ হান্নান। স্থানীয়রা ডাঃ সামাদের অপসারন দাবি করলে উপ-পরিচালক বিক্ষুব্ধদের সু-বিচারের আশ্বাস দেন। পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ রফিকুল ইসলাম বলেন, স্থানীয় বিভিন্ন মহলের সাথে কথা হয়েছে এবং লিখিত সুনিদৃষ্ট অভিযোগ গ্রহন করা হয়েছে। চূড়ান্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।  উল্লেখ্য, গৌরনদী মা ও শিশু কল্যান কেন্দ্রের ইনচার্জ ডাঃ আব্দুস সামাদের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও রোগীদের সাথে দূর্ব্যবহারের অভিযোগে জরুরি ভিত্তিতে তার অপসারনের দাবিতে গত শুক্রবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ঝাড়– ও জুতা নিয়ে বিক্ষোভ মিছিল করে মা ও শিশু কল্যান কেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। এ সময় বিক্ষুব্ধরা ইনচার্জ ডাঃ আব্দুস সামাদকে এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সংক্রান্ত একটি রির্পোট শনিবার প্রকাশিত হলে সংশ্লিষ্ট বিভাগ থেকে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ রফিকুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।