গৌরনদীর শ্রেষ্ঠ শিক্ষক মুনসুর আহাম্মেদের স্বর্ন পদক প্রাপ্তিতে শ্রদ্ধা প্রদর্শন

নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলার শ্রেষ্ট শিক্ষক মোহাম্মদ মুনসুর আহম্মেদের একাধিক পদকসহ স্বর্ন পদক প্রাপ্তিতে শ্রদ্ধা প্রর্দশন করেছেন তার কৃতি ছাত্রবৃন্দ।

বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোহাম্মদ মুনসুর আহম্মেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষক’ হিসাবে পদক, সনদ, নগদ টাকা পুরুস্কার প্রাপ্ত হন। এর আগে শ্রেষ্ঠ শিক্ষক ২০১০ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, (বি.এস.বি.এফ কর্তৃক) ঢাকাসহ জেলা, উপজেলা পর্যায় একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে সনদ প্রাপ্ত এবং তিনি জাতীয় পর্যায় (এন.সি.টি. বি)  কর্তৃক কর্মশালায় দুইবার অংশগ্রহনসহ বিভিন্ন জাতীয় দিবসে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহন করে প্রতিভাবান শিক্ষক বিরল সম্মানের পরিচয় দিয়েছেন যা জাতির নিকট মাইলফলক।(জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-৯৩, “(এনএপিএ ময়মনসিংহ”) এবং তিনি দীর্ঘ দিন নিবেদিতে প্রাণ শিক্ষক হিসাবে গৌরনদী মডেল সরকারী প্রাঃ বিদ্যালয় এবং বর্তমান কর্মরত দক্ষিণ বিজয়পুর সরকারী প্রাঃ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে শিক্ষকতা করে আসছেন। শিক্ষক মোহাম্মদ মুনসুর আহম্মেদের প্রতি সম্মান প্রদর্শন, বিনম্র শ্রদ্ধা প্রদর্শনের নিমিত্তে বিভিন্ন ব্যস্ততার মধ্যে ছুটে আসেন তার এককালীন মেধাবী কৃতি ছাত্র গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, এবং লেঃ কমান্ডার  ওয়াসিম মাকসুদ। তারা  শ্রদ্ধেয় স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেন। শিক্ষক এবং ছাত্রের এ ধরনের শ্রদ্ধা নিদর্শন জাতিকে একটি উন্নত জাতি হিসাবে গড়ার প্রয়াস।