Menu Close

গৌরনদীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

গৌরনদী অফিস ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব ও সংগ্রামের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে কেক কাটা, আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ ছাত্রলীগ কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে আনন্দ মিছিল বের করা হয়। শেষে গৌরনদী বাসষ্ট্যান্ড জিরো পয়েন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহ, আওয়ামীলীগ নেতা এইচ.এম জয়নাল আবেদীন হাওলাদার, গোলাম মনির হোসেন মিয়া, পৌর কৃষকলীগের সভাপতি মোঃ শাহজাহান বেপারী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিছ, জামাল খন্দকার, জামাল হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা সৈকত গুহ পিকলু, ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কৃষ্ণ কান্ত দে, যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজী তৌহীদুর রহমান স্বজল, পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, সাবিনা খন্দকার, সৈয়দা খায়রুন নাহার মায়া, যুবলীগ নেতা শাহাদাত মাতুব্বর, খোকন মল্লিক, এস.এ শাওন, এমদাদ হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, প্রচার সম্পাদক স্বপন হাওলাদার, নান্টু হাওলাদার, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দিপ, পৌর ছাত্রলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মামুন মিয়া, ছাত্রলীগ নেতা সুমন মাহমুদ প্রমুখ।