স্বপ্ন পূরন করতে প্রবাসে গিয়ে হয়ে গেল লাশ

নিজস্ব সংবাদদাতা ॥ দেশে কর্মসংস্থান করতে না পারায় পরিবারের জন্য একটু সুখ কিনতে শ্রমের বিনিময়ে অর্থ জোগার করতে আড়াই মাস আগে ডুবাই গিয়েছিল বরিশালের গৌরনদী উপজেলার সিমান্তবর্তী কালকিনি পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের আঃ মতিন হাওলাদারের ছেলে দিদারুল ইসলাম(৩৫)। কিন্তু নিয়তি তার সহায় না হওয়ায় স্বপ্ন পূরন করতে গিয়ে হয়ে গেলেন লাশ। রবিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় ডুবাইয়ের সারজা শহরে এস্কেভেটর মেশিন উল্টে তার মর্মান্তিক মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার তার মৃত্যু খবর পরিবারের কাছে পৌঁছালে গ্রামজুড়ে শোকের মাতম আর স্বজনদের আহাজারিতে আকাশ বাতাশ ভারি হয়ে ওঠে।

নিহতের স্ত্রী রিমা বেগম জানান, পাঁচ বছরের ছেলে সিহাবকে নিয়ে তাদের সংসার। পরিবারের দুখ ঘোঁচাতে গত ৩১ আগস্ট দুবাই যায় দিদারুল ইসলাম। সেখানে ২০ হাজার টাকা বেতনে আলজাকের কম্পানিতে চাকরি করত সে। ময়লা ফালানোর এস্কেভেটর মেশিন চালানোর সময় উল্টে গেলে তার মৃত্যু হয়। সরকারের কাছে লাশ দেশে ফিরিয়ে আনাসহ ক্ষতি পূরনের দাবি জানিয়েছে নিহতের পরিবার।