কালী মন্দিরের প্রতিমার মাথা ও হাত ভেঙ্গে দিয়েছে দৃবৃর্ত্তরা

বরিশাল সংবাদদাতা ॥ রবিবার গভীর রাতে হিজলা উপজেলার খুন্না বন্দরের একটি মন্দিরের কালী প্রতিমার মাথা ও হাত ভেঙ্গে দিয়েছে অজ্ঞাত দৃবৃর্ত্তরা।  খবর পেয়ে সোমবার সকালে হিজলা থানার ওসি শওকত আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি রাধা রমন দাস হিজলা থানায় লিখিত অভিযোগ করেছেণ। তিনি জানান, আজ মঙ্গলবার কালীপূজা উপলক্ষে কালী প্রতিমা তৈরী শেষে সাজস্জ্জার কাজ সম্পন্ন করা হয়। রবিবার একটি সাপ্তাহিক অনুষ্ঠান থাকায় রাত সাড়ে ১১টায় পর্যন্ত মন্দিরে লোকজন ছিল। লোকজন চলে যাওয়ার পর গভীর রাতে অজ্ঞাত দৃর্বৃর্ত্তরা মন্দিরে ঢুকে কালী প্রতিমার মাথা ও হাত ভেঙ্গে ফেলে। মহাপ্রভু সেবাশ্রম নামক ঐ মন্দিরটি ৫০ বছরের পুরানো। সেখানে দূর্গা ও কালীপূজাসহ সব ধরনের ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। এর আগে সেখানে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।