স্টাফ রিপোর্টার ॥ গৌরনদী ওয়্যারবি ডেভলপমেন্টে ফাউন্ডেশনের উদ্যোগে নিরাপদ অভিবাশন ও অভিবাসীদের অধিকার শীর্ষক মতবিনিময় সভা গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ওয়্যারবি ডেভলপমেন্ট মিলনায়তনে গৌরনদী ব্রাঞ্জ ম্যানেজার সুলতানা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়্যারবি ডেভলপমেন্টে ফাউন্ডেশনের মহাসচিব মোঃ ফারুক আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন ওয়্যারবি ডেভলপমেন্টে ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী আছিয়া খাতুন, পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন ব্র্যাকের মাইগ্রেশন ব্যবস্থাপক মোঃ হারুন-অর রশিদ, প্রশিকার উপজেলা সমন্বয়কারী মোঃ জাকির হোসেন, কারিতাসের স্থানীয় কর্মকর্তা বেঞ্জামিন বৈরাগী, গ্রামীন ব্যাংকের এরিয়া ম্যানেজার আঃ রহমান, ভোসড্রে ব্র্যাঞ্জ ম্যানেজার মোঃ মাসুম মিয়া, অগ্রগামী কো-অপারেটিভ ব্যবস্থাপক ও সাবেক কাউন্সিলর শাহনাজ পারভীন, গৌরনদী ওয়্যারবি ডেভলপমেন্ট ফাউন্ডেশনের প্রশিক্ষক সাফিয়া খাতুন, রোবেন রোজারীও প্রমূখ।