বরিশালে কাফনের কাপড় পরে সিডর ক্ষতিগ্রস্থদের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা ॥ জলবায়ুর ন্যায্য হিস্যা আদায় সহ ৯ দফা দাবিতে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে সিডরে ক্ষতিগ্রস্থরা কাফনের কাপড় পড়ে অভিনব প্রতিবাদ করেছেন। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীর মধ্যদিয়ে সিডরের ৫ম বার্ষিকীর শোকাবহ দিনটি পালন করা হয়।

বেসরকারি সংস্থা প্রান্তজন ট্রাস্টের উদ্যোগে সিডর দিবসের সমাবেশে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক এসএম শাহাজাদা। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোঃ লাল মিয়া, কৃষক নেতা মজিবুর রহমান খান, এনভিএস’র নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, বন্ধনের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, সমাজ সেবক সৈয়দ মনির, ইব্রাহিম হামিদ মাছুম। সমাবেশের মাধ্যমে বিশ্ব নেতৃবৃন্দের কাছে ১৯৭০’র ভয়াবহ ঘূর্ণিঝড় এবং ২০০৭ সনের ১৫ নবেম্বরের সিডরে মৃত্যু ও ধ্বংসযজ্ঞের ভয়াবহতা তুলে ধরে ক্ষতিপূরন দাবি করা হয়। বিশ্ব নেতৃবৃন্দকে জলবায়ু পরিবর্তনের দূষনের হাত থেকে বাংলাদেশ ও সমুদ্র তীরবর্তী দক্ষিন উপকূলের মানুষকে রক্ষায় ব্যাপক মাত্রায় কার্বন নির্গমন কমানো, জলবায়ু বিপর্যয় ব্যবহার করে ঋণ-বাণিজ্য বন্ধ করা, জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়। আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশের অধিকার আদায়ের লক্ষ্যে ‘জলবায়ু ন্যায্যতা সপ্তাহ-২০১২ ঘোষণা করেছে দেশের শতাধিক পরিবেশবাদি ও অধিকারভিত্তিক সংগঠন। ১১-১৭ নবেম্বর বাংলাদেশের ২৩টি জেলায় এই প্রতীকি অবস্থান ও প্রতিবাদ কর্মসূচী পালিত হবে বলে আয়োজক সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন।

বরিশালে কাফনের কাপড় পরে সিডর ক্ষতিগ্রস্থদের প্রতিবাদ