নিজস্ব সংবাদদাতা ॥ দীর্ঘদিন ঝিমিয়ে থাকা বরিশালের রাজনৈতিক মাঠ হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী রবিবার বরিশালে আসবেন। ওইদিন দ্বিধাবিভক্ত দলীয় নেতা-কর্মীদের একত্রিত করে পরেরদিন (সোমবার) তিনি নগরীর ঐতিহ্যবাহী বেলস পার্ক ময়দানে আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন। খালেদা জিয়ার এ সফরকে কেন্দ্র করে ব্যাপক লোক সমাগম ঘটাতে এখানকার বিবাদমান জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা প্রতিদিনই পাড়া-মহল্লা থেকে শুরু করে দলীয় কার্যালয় এবং অশ্বিনী কুমার টাউন হলের সামনে এমনকি জেলার বিভিন্ন উপজেলায় মিছিল-মিটিং ও প্রস্তুতি সভা করে যাচ্ছেন। আগামী সংসদ নির্বাচনে মনোনয়ম প্রত্যাশীদের শুভেচ্ছা পোষ্টারে ছেয়ে গেছে গোটা এলাকা।
অপরদিকে ঘরে বসে নেই এখানকার আওয়ামীলীগের নেতা-কর্মীরাও। কেন্দ্রীয় কর্মসূচীর বাহিরেও স্থানীয়ভাবে নানা কর্মসূচীর মাধ্যমে জামায়াত বিরোধী শ্লোগান নিয়ে তারা মাঠে নেমে মিছিল মিটিং করে যাচ্ছেন। ফলে গত কয়েকদিন ধরে সরগরম হয়ে উঠেছে এখানকার রাজপথ।
বিভিন্ন সূত্রে জানা গেছে, জামায়াতের সাথে আওয়ামীলীগের বিরোধ তুঙ্গে ওঠায় এখানকার আওয়ামীলীগ তা ইস্যু করে বেগম জিয়ার আগমনের পূর্বে মাঠে নেমেছে। প্রতিদিনই ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মটরসাইকেলে মহড়াসহ মিছিল মিটিং করে রাজপথ গরম করে রেখেছেন। বিএনপি সমাবেশে ব্যাপক লোকসমাগম ঘটাতে দিন-রাত রাজপথে রয়েছে। প্রধান দু’টি দল রাজপথে থাকলেও চরম আতংকে রয়েছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। ঢাকায় আইনমন্ত্রীর গাড়ি বহরে হামলার পর ছাত্রলীগ ও পুলিশ জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের হন্য হয়ে খুঁজছে। এ পর্যন্ত জামায়াত ও শিবিরের প্রায় ডজন খানেক নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। অধিকাংশ নেতা-কর্মীরা গ্রেফতার আতঙ্কে রয়েছে পলাতক।
এদিকে দীর্ঘদিন পর আওয়ামীলীগ ও বিএনপি রাজপথে থাকলেও এখন পর্যন্ত তাদের মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দলে বাকেরগঞ্জ ও বানারীপাড়াসহ বিভিন্নস্থানে সংঘর্ষ হয়েছে। সফরের দিন যতোই ঘনিয়ে আসছে ততই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় মনোনয়ন প্রত্যাশী ও সাবেক এমপিদের অনুগত কর্মী সমর্থকদের বিরোধ সংঘাতের দিকে এগুচ্ছে। অপরদিকে খালেদা জিয়ার বরিশাল শুভাগমন উপলক্ষ্যে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেছে আঠারো দলীয় জোটের নেতৃবৃন্দরা। দুপুর সাড়ে বারোটায় বিএনপি কার্যালয়ে বিভাগীয় সমন্বয়ক এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার-এমপি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বেগম জিয়ার এ সফর বরিশাল তথা দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ১৯ নবেম্বরের জনসভা স্মরণ কালের করে রাখতে ইতোমধ্যে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সাংবাদিক সম্মেলনে বিএনপিসহ আঠারো দলের নেতারা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার এ সফরকে কেন্দ্র করে শুধু নগরীই নয়, প্রচার প্রচারণা চলছে গ্রামগঞ্জেও।