বরিশালে খালেদা জিয়ার সভায় আ’লীগের সহযোগীতার ঘোষণা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সফর সফল করতে সব ধরনের সহযোগীতা করার ঘোষনা করেছেন জেলা ও মহানগর আ’লীগের নেতৃবৃন্দরা। শুক্রবার সন্ধ্যায় নগরীর বরিশালে খালেদা জিয়ার সভায় আ’লীগের সহযোগীতার ঘোষণাসোহেল চত্বরে দলীয় কার্যালয়ে বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দিয়েছেন কেন্দ্রীয় আ’লীগ নেতা, মহানগর আ’লীগের আহবায়ক ও সিটি মেয়র শওকত হোসেন হিরন। আগামী ১৯ নবেম্বর খালেদা জিয়া বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষন দেবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে মহানগর শাখার আহবায়ক মেয়র হিরন বলেন, খালেদা জিয়ার জনসভা উপলক্ষে ১৮ দলের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে সহযোগীতা কামনা করায় তাদের আশ্বস্ত করতে তারা এই সংবাদ সম্মেলন করেছেন। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বাংলাদেশ আ’লীগ অঙ্গীকারবদ্ধ জানিয়ে মেয়র হিরন আরো বলেন, আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপির সামাজিক ও রাজনৈতিক কোন কর্মকান্ডে বাঁধা দেয়া হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আরো বলেন, খালেদা জিয়ার জনসভা উপলক্ষ্যে বরিশাল জেলার কোথাও কোন মিছিল মিটিংয়ে হামলা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। খালেদা জিয়ার জনসভায় জামায়াত শিবির নাশকতামুলক কর্মকান্ড করে তাদের ওপর দোষ চাপাতে পারে জানিয়ে এ বিষয়ে সকলকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন মহানগর অ’লীগের আহবায়ক মেয়র হিরন।