গৌরনদীতে পুলিশের বাঁধার মুখে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পন্ড – লাঠিচার্জে ৩ জন আহত

ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মিলন অভিযোগ করেন, তাকে হয়রানি করার উদ্দেশ্যে গৌরনদী থানা পুলিশ গত সোমবার সরিকল ইউনিয়ন পরিষদসহ একাধিক গ্রামে অভিযান চালায়। এর প্রতিবাদে সরিকল ইউনিয়নবাসীর উদ্যোগে চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে গতকাল বুধবার বিকেলে কুরিরচর রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে মোঃ এনায়েত হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। কর্মসূচী শুরুর পূর্বেই বিকেল সাড়ে তিনটায় গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভ সমাবেশে বাঁধা প্রদান করে। এসময় পুলিশ মাইক ও ব্যানার ছিনিয়ে নেয় বলে এনায়েত হোসেন অভিযোগ করেন। তিনি আরো অভিযোগ করেন, বিক্ষোভ সমাবেশে বাঁধা দেয়ার প্রতিবাদ করলে পুলিশ লাঠি চার্জ শুরু করে। এ সময় কুরিরচর রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, স্থানীয় সমাজ সেবক আজাহার হোসেন ও বাবুল কবিরাজকে পুলিশ লাঠিপেটা করে।
এ ব্যাপারে গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি মিলনকে গ্রেফতারের অভিযানের কথা অস্বীকার করে বলেন, ওইদিন পুলিশ ইউপি চেয়ারম্যান মিলনকে গ্রেফতার করতে নয়। তার বাড়ির পার্শ্বের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়েছে। পুলিশী বাঁধা ও লাঠিচার্জের কথা অস্বীকার করে তিনি আরো বলেন, আইন শৃংখলা রক্ষার জন্য পুলিশ সভাস্থলে উপস্থিত হলে কর্মসূচী পালনে কোন লোকজন সমাবেত হয়নি।