Menu Close

গৌরনদীতে মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটিকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গৌরনদী উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটিকে সংবর্ধনা জানিয়েছে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা। গত ১৫ নবেম্বর বিকেলে পৌর বিএনপির বন্দরস্থ অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি এস.এম মনির উজ-জামান মনিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন সিকদার, গৌরনদী পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহ্ আলম ফকির।

বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর যুবদলের সভাপতি মোঃ নান্না খান, সাধারণ সম্পাদক মোঃ জামাল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিচ ফকির, মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কমান্ডার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শাহাজাদা শরীফ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ মিলন, ছাত্রদল নেতা মোঃ মনির হোসেন, জসিম উদ্দিন শরীফ, মোঃ সাইদ হাওলাদার, মোঃ বেলাল, সোহাগ কাজী, মোঃ কিরন, জাবেদ সেলিম, মোঃ হিরা প্রমুখ। প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের আহবায়ক মোঃ আমজাদ হোসেন ঝিন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফিরোজ ফকির টিটু, পৌর মুক্তিযোদ্ধা প্রজন্মের আহবায়ক মোঃ সরোয়ার হোসেন পান্নু এবং সিনিয়র যুগ্ম আহবায়ক খান আতাউর রহমান (কমল), যুগ্ম আহবায়ক অয়ন ফকির, মোঃ বিপ্লব, মাসুম হাওলাদার, যুগ্ম আহবায়ক মোঃ সাইদুল শিকদার, মোঃ রফিকুল ইসলাম ওয়াসিম, মোঃ নাহিদ, মোঃ মহিউদ্দিন, মোঃ মাকসুদ খলিফা, মোঃ ইমরান, খায়রুল হাওলাদারের বলিষ্ঠ নেতৃত্বে উক্ত কমিটি একটি শক্তিশালী সংগঠনে রুপান্তরিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে আরো শক্তিশালী করবে।

গৌরনদীতে মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটিকে সংবর্ধনা