অস্ত্রের মুখে জিম্মি করে বিসিসি’র মেয়রের ভাতিজীকে অপহরন ॥ নয় ঘন্টা পর উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল সিটি কর্পোরেশন মেয়র শওকত হোসেন হিরনের ভাতিজীকে অস্ত্রের মুখে অপহরন করার নয় ঘন্টা পর বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া থানা পুলিশ উজিরপুর থেকে অপহৃতাকে উদ্ধার করেছে।

পুলিশ জানায়, মেয়রের চাচাতো ভাই উজিরপুর উপজেলার এলজিইডি অফিসের হিসাব রক্ষক মোঃ শামীমের কন্যা ও ঝালকাঠী সদর উপজেলার সুগন্ধি গ্রামের বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী মোঃ হাসানের স্ত্রী বিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী শাহানারা আক্তার লিজাকে (২২) বৃহস্পতিবার সকালে অপহরন করা হয়। বরিশাল চৌমাথা সোনালী ব্যাংক থেকে সাগরদী এলাকার পিত্রালয়ে ফেরার পথে অজ্ঞাতনামা দু’অপহরনকারী লিজাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি সাদা রঙ্গের মাইক্রোবাসে জোড় করে তুলে গৌরনদী নিয়ে আসে। এরপর অপহরনকারীরা লিজাকে মারধর করে মটরসাইকেলযোগে উজিরপুর উপজেলার পশ্চিম সাতলার একটি বাড়িতে নিয়ে আটক করে রাখে। সেখানে লিজাকে মোবাইল ফোনে কথা বলতে না দিলেও কৌশলে লিজা তার স্বামী হাসানের মোবাইলে এসএমএস’র মাধ্যমে আটক করে রাখার স্থানের বর্ননা দেয়। পরবর্তীতে বরিশাল পুলিশ সুপারের মাধ্যমে নির্দেশ পেয়ে আগৈলঝাড়া থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নয় ঘন্টা অভিযান চালিয়ে ওইদিন রাত আটটার দিকে উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা গ্রামের জব্বার বিশ্বাসের ঘর থেকে অপহৃতাকে উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানান, অপহরনকারীদের গ্রেফতারের জন্য পুলিশের জোর প্রচেষ্ঠা চলছে।