আগৈলঝাড়ার সাংবাদিক সাইফুলকে ভয়ভীতি ও জীবন নাশের হুমকির অভিযোগ

মনীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী ॥ আগৈলঝাড়ায় সাংবাদিক সাইফুল মৃধার ওপর সন্ত্রাসী হামলার পর এবার আসামীরা জামিনে বের হয়ে মামলা তুলিয়া নেয়ার জন্য ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি হুমকির অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ ও মামলার বিবরনে জানা যায় আহত সাংবাদিক সাইফুল মৃধা বরিশাল সেবাচিম হাপাতালে চিকিৎসা শেষে বাড়ীতে আশার পর থেকেই বিভিন্নভাবে সন্ত্রাসীরা মামলা প্রত্যাহারের হুমকি ধুমকি প্রদান করছে। এ উপলক্ষে আগৈলঝাড়াসহ বরিশাল দক্ষিনাঞ্চলের সকল সাংবাদিকদের প্রতিবাদ সমবেশ ও হামলাকারীদে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি অব্যহত রয়েছে। হামলাকারিদের মধ্যে সন্ত্রাসী ইমানুল ইসলাম গাজি, জাহিদুল সরদার সহ ৬ জনের নামে গত ১৬ই নভেম্বর আগৈলঝাড়ায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। সন্ত্রাসী গ্রুপটি নানাভাবে আহত সাংবাদিক পরিবারের উপর চাপ প্রয়োগ করে আসছে। এব্যাপারে আহত সাংবাদিক সাইফুল জানান, আমাকে নানান ভাবে হুমকি প্রদান করছে এবং পরিবারের অন্য সদস্যদেরকেও নানাভাবে হয়রানি করার অপচেষ্টা অব্যহত রয়েছে। সাইফুল আরও বলেন, যারা আমাকে পুলিশের সম্মুখে বসে যেভাবে মারধর করে ক্যামেরাসহ সব কিছু কেড়ে নেয় এবং মেরে ফেলার হুমকি দিতে পারে তারা কখনও ছোট মাপের সন্ত্রাসী হতে পারে না। তারা হয়ত আমাকেও সাগর রুনির মত পরিনত ঘটাতে চায়।