কালকিনিতে চাঁদার দাবীতে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগ নেতা

নিজস্ব সংবাদদাতা ॥ চাঁদার দাবীতে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েত নগর এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী ফজলুল হক ও তার ভাই নোমান সরদারকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরতর জখম করেছে এক ছাত্রলীগ নেতা। আহত দুই জনকে আশঙ্কাজনক অবস্থায বরিশার শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের পারিবারিক সুত্রে যানা গেছে, উপজেলার এনায়েত নগর এলাকার দড়িচর লক্ষিপুর গ্রামের মাজেদ আলী সরদারের ছেলে ফজলুল হক সরদার ও তার ভাই নোমান সরদার দীর্ঘদিন ধরে পৌর মার্কেটের একটি দোকানে রড সিমেন্ট ও বালুর ব্যবসা করে আসছেন। তাদের দুই ভাইর কাছে কালকিনি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল সরদার ১ লক্ষ টাকা চাঁদা দবী করে। এ চাঁদার টাকা দিতে অস্বীকার করলে কামাল সরদারসহ ১০/১৫ জন মিলে ফজলুল হক সরদারের পৌর এরাকার শিকারমঙ্গল গ্রামের ঠাকুর বাড়ির মাঠে জমা রাখা ক্রয়কৃত বালু জোরপূর্বক অন্য লোকজনের কাছে বিক্রি করে দেয়। খবর পেয়ে ফজলুল হক ও তার ভাই নোমান সরদার বাঁধা দিলে তাদের দুই জনকে অর্তকিত ভাবে চাপাতি দিয়ে কুপিযে গুরুতর জখম করে কামাল সরদার ও তার লোকজনেরা। গুরুতর আহত অবস্থায দুজনকে প্রথমে কালকিনি সদর হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।

এ ব্যাপারে  আহত ফজলুল হক সরদারের ভাই জসিম সরদার বাদি হয়ে কলকিনি থানা একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছেন।