আগৈলঝাড়ায় স্পীড ট্রাস্টের উদ্যোগে পরামর্শ সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্পীড ট্রাস্টের উদ্যোগে প্রদীপের আয়োজনে ভূমি সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান সমূহে দরিদ্র জনগণের অভিগম্যতা বৃদ্ধি বিষয়ক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলঅ পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক অধ্যাপক দয়ানিধি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম তালুকদার। তিনি বক্তব্যে ভূমি সংক্রান্ত তার অতীত অভিজ্ঞতার বিভিন্ন সফলতা ও জটিলতার বিষয় তুলে ধরেন। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী রানী সরকার, প্রদীপ সংস্থার প্রজেক্ট ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম, সেটেলমেন্ট অফিস পেশকার জাহাঙ্গীর আলম, এনজিও ব্যক্তিত্ব জেমস রিপন বাড়ৈ, সাংবাদিক অপূর্ব লাল সরকার, শিক্ষক লক্ষ্মণ বৈরাগীসহ ভূমি সংশ্লিষ্ট ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি জনপ্রতিনিধি, জমি মাপকারী আমিন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সভায় আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, পাবলিক পলিসি ফোরামের সদস্য সচিব নিত্যানন্দ মজুমদার, পাবলিক পলিসি ফোরামের সদস্যবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

ইউএস-এইড, দ্য এশিয়া ফাউন্ডেশন, ইউকে-এইড এর অর্থায়নে স্পীড ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এই পরামর্শ সভা পরিচালনা করেন প্রদীপের প্রোগ্রাম অফিসার সাকিল ফেরদাউস। সভায় উপস্থিত অভ্যাগত ব্যক্তি ও পাবলিক পলিসি ফোরাম নেতৃবৃন্দ ভূমি সংক্রান্ত দপ্তর সমূহে জনসাধারণের অহেতুক হয়রানী, দালালদের দৌরাত্ব বন্ধের বিষয়ে প্রধান অতিথির নিকট পদক্ষেপ নেবার দাবি জানান।