বরিশালে কর্মসৃজন প্রকল্পে ১৯কোটি ৫০লাখ টাকা বরাদ্দ

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল জেলায় অতি দরিদ্রদের ৪০ দিনের কর্মসংস্থানের জন্য কর্মসৃজন প্রকল্পের আওতায় ২০১২-১৩ চলতি অর্থ বছরে ১৯কোটি ৫০লাখ টাকা অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দের বিপরীতে উপকারভোগী রয়েছে ২৭ হাজার ৭’শ ২১ জন অতি দরিদ্র।

জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ ও পূর্নবাসন শাখা থেকে গতকাল বৃহস্পতিবার প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলার ১০ উপজেলায় অতিদরিদ্রদের কাজের ও উপকার ভোগীর তালিকা প্রস্তুত না হওয়ায় অক্টোবর মাসে কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। ফলে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে গত ১৭ নবেম্বর থেকে। কর্মসৃজন প্রকল্প প্রথম পর্যায়ে মোট বরাদ্দ দিয়েছে ১৯ কোটি ৪০ লাখ ৪৮ হাজার টাকা। বরাদ্দের হিসেব অনুযায়ি জেলায় ১০টি উপজেলার মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দের পরিমান ৫ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার টাকা। বরাদ্দের বিপরীতে উপকার ভোগীর সংখ্যা ৭ হাজার ৬’শ ৫৪ জন। সে মোতাবেক সবচেয়ে কম বরাদ্দ দেয়া হয়েছে উজিরপুর উপজেলায়। উপজেলাটিতে মোট বরাদ্দ দেয়া হয়েছে ৯০ লাখ ৮৬ হাজার টাকা। উপকার ভোগীর সংখ্যা ১ হাজার ৩’শ ৯৮ জন। অন্যান্য উপজেলার মধ্যে হিজলা উপজেলায় ১ কোটি ৭৯ লাখ ২০হাজার টাকা,  উপকার ভোগীর সংখ্যা ২ হাজার ৫’শ ৬০ জন। মেহেন্দিগঞ্জে ৩ কোটি ৫০ লাখ ২১ হাজার টাকা বরাদ্দের বিপরীতে উপকার ভোগীর সংখ্যা ৫ হাজার ৩জন। বাকেরগঞ্জ উপজেলায় বরাদ্দের পরিমান ৩ কোটি ৩৮ লাখ ১৭ হাজার টাকা, উপকার ভোগীর সংখ্যা ৪ হাজার ৮’শ ৩১ জন। গৌরনদী উপজেলায় বরাদ্দের পরিমান ১ কোটি ৪৪ লাখ ৬ হাজার টাকা। উপকার ভোগীর সংখ্যা ২ হাজার ৫৮ জন। মুলাদী উপজেলায় বরাদ্দের পরিমান ১ কোটি ৩০ লাখ ১৩ হাজার টাকা। উপকার ভোগীর সংখ্যা ১ হাজার ৮’শ ৫৯ জন। বানারীপাড়া উপজেলায় বরাদ্দের পরিমান ১কোটি ৩৩ লাখ ৯ হাজার টাকা, উপকার ভোগীর সংখ্যা ৪ হাজার ৮’শ ৩১ জন। বাবুগঞ্জ উপজেলায় বরাদ্দের পরিমান ৫ কোটি ৭ লাখ ১২ হাজার টাকা। উপকার ভোগীর সংখ্যা ৮’শ ১৬ জন। আগৈলঝাড়ায় বরাদ্দ পরিমান ১ কোটি ১৫ লাখ ৫ হাজার টাকা, উপকার ভোগীর সংখ্যা ১’শ ৬৫ জন। তবে কর্মসংস্থান কর্মসূচীর এ বরাদ্দকৃত অর্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে প্রেরনকৃত পরিপত্র বর্হিভূত পন্থায় কোন অর্থ ব্যয় করা যাবে না বলেও উল্লেখ রয়েছে।