ঢাকা-বরিশাল মহাসড়কের সেতু সংস্কারের পর সচল

নিজস্ব সংবাদদাতা ॥ ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের ঘটকচরে সেতু সংস্কারের পর টানা ১৪ ঘন্টা পর ফের গাড়ি চলাচল শুরু হয়েছে।

মাদারীপুর সওজ’র নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান মোবাইল ফোনে জানান, শুক্রবার রাত দুইটায় সেতু সংস্কার কাজ শেষ করা হয়েছে। রাত থেকেই গাড়ি চলাচল শুরু হয়েছে। তিনি আরো জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যানবাহনের ভারে ঘটকচরের বেইলী সেতুর একটি পাত ভেঙ্গে যায়। এরপরও সেতু দিয়ে কিছু হালকা যানবাহন চলাচল করায় বেলা ১২টার পর সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা-বরিশাল রুটসহ গোটা দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যানবাহনসহ পন্যবাহী যানবাহন ওই সেতুর দু’পাশে আটকা পরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।