র‌্যাবের অভিযানে হেরোইনসহ বরিশালে কথিত সাংবাদিক বোন-ভগ্নিপতিসহ আটক

নিজস্ব সংবাদদাতা ॥ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮’র সদস্যরা অভিযান চালিয়ে বরিশাল নগরীর সাগরদী ব্রাঞ্চ রোডস্থ ছালাম চেয়ারম্যানের বিল্ডিংয়ের নীচ তলার ফ্লাটে অভিযান চালিয়ে ৬’শ ৭৮ গ্রাম হেরোইন ও নগদ ৪৯ হাজার ৮’শ টাকাসহ তিন জনকে আটক করেছে। র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, মাদক সম্রাট ফারুক হোসেন  হান্নান (৩৮) ও তার স্ত্রী অনন্যা (২১) এবং শ্যালক কথিত সাংবাদিক খান রাসেলকে (২৮) হেরোইন ও নগদ টাকাসহ পৃথক দু’টি মামলায় গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

র‌্যাব-৮ এর সিপিসি-১ কমান্ডার মেজর রাশেদুল হক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে র‌্যাব সদস্যরা অভিযান শুরু করলে তাদের বাঁধা দেন খান রাসেল। সে নিজেকে স্থানীয় একটি দৈনিকের সাংবাদিক পরিচয় দিয়ে র‌্যাবের ওপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে রাসেলের নেতৃত্বে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের ওপর  আক্রমণ করে। এতে তিন র‌্যাব সদস্য আহত হয়। পরবর্তীতে খান রাসেল ও তার বোন এবং ভগ্নিপতিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে নিজেদের ফ্লাটে লুকিয়ে রাখা ৬’শ ৭৮ গ্রাম হেরোইন ও নগদ ৪৯ হাজার ৮’শ টাকা র‌্যাবকে দেখিয়ে দেয়। র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারী মূল্যে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে বরিশাল ও ঝালকাঠি এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাবের অভিযানে হেরোইনসহ বরিশালে কথিত সাংবাদিক বোন-ভগ্নিপতিসহ আটক