মাহিলাড়ায় পাঁচটি উন্নয়ন মূলক কাজের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় শনিবার সকালে ও দুপুরে পাঁচটি উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করা হয়েছে। অতি দরিদ্রদের ৪০ দিনের কর্মসংস্থানের জন্য কর্মসৃজন প্রকল্পের আওতায় ২০১২-১৩ চলতি অর্থ বছরে মাহিলাড়া ইউনিয়নের প্রথম পর্যায়ের আওতায় ১৮ লক্ষ বিশ হাজার টাকা বরাদ্দের পাঁচটি উন্নয়ন মূলক সড়ক ও খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

জানা গেছে, ওইদিন সকালে মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম বেজহার বড় বাড়ির খালের ওপর ব্রীজ হইতে ভীমেরপাড় আলাল হাওলাদারের বাড়ি পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্প, বাঘার ভাষাই শিকদারের বাড়ী হইতে বাঘার দিঘী পর্যন্ত রাস্তা পুণঃনির্মান সহ ইউনিয়নে পাঁচটি সড়ক ও খালসহ উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ কামাল হোসেন সরদার, বীর মুক্তিযোদ্ধা হারুন-অর রশিদ, চাঁনমনি দেওয়ান, সংরক্ষিত মহিলা সদস্য রহিমা বেগম, আলেয়া বেগম, হাসনা হেনা বেগম, স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ আবুল হোসেন মোল্লা, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মোঃ হাসান সরদার প্রমুখ। উল্লেখ্য, চলতি বছর গৌরনদী উপজেলায় বরাদ্দের পরিমান ১ কোটি ৪৪ লাখ ৬ হাজার টাকা। এরমধ্যে উপকার ভোগীর সংখ্যা হচ্ছে ২ হাজার ৫৮ জন।