বরিশালে পবিত্র আশুরা পালিত

বরিশাল সংবাদদাতা ॥ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বরিশালে পালিত হয়েছে পবিত্র আশুরা।  মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে রোববার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এসব কর্মসূচীর মধ্যে ছিলো তাজিয়া মিছিল, বিশেষ মোনাজাত, কোরানখানি ও দোয়া-মিলাদ। বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মতাবলম্বীদের উদ্যোগে চকবাজার থেকে প্রায় দু’ডজন তাজিয়া নিয়ে সর্ববৃহৎ তাজিয়া মিছিল বের করা হয়। ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও অন্যান্য এলাকা থেকেও তাজিয়া মিছিল বের করা হয়। তাজিয়া মিছিলটিতে ঢাক-ঢোলের বাজনায় মুখরিত হয়ে ওঠে নগরীর সদর রোডসহ আশপাশের এলাকা। সবকিছুকে ছাড়িয়ে বজ্রকণ্ঠে উচ্চারিত হতে থাকে ‘ইয়া হোসেন, হায় হোসেন’ মাতম। সিমার যেভাবে কণ্ঠদেশে ছুরি চালিয়ে ইমাম হোসাইনকে (রা.) হত্যা করেছিল, সে কষ্টের মাতম অনুভব করতে মিছিলে অংশ নেয়া অনেক যুবক এবং মধ্য বয়সীদের ব্লেড ও ছুরির ঝোপ্পার সাহায্যে নিজের শরীরে আঘাত করতে দেখা গেছে।